Friday 29 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি রোডম্যাপ নিয়ে সন্দেহ নয়, ঐক্য বজায় রাখুন: সালাহউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৫ ১৯:৫৯ | আপডেট: ২৯ আগস্ট ২০২৫ ২০:৫৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সদ্য ঘোষিত নির্বাচনি রোডম্যাপ নিয়ে সন্দেহ সৃষ্টি না করে সব রাজনৈতিক দলকে ঐক্য ধরে রাখতে হবে। তিনি বলেন, ‘এই রোডম্যাপ ঘোষণার জন্যই তো গত এক বছর ধরে আমরা সরকারের সঙ্গে দরকষাকষি করেছি। অবশেষে ঐক্যবদ্ধভাবে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। তাই এ নিয়ে অযথা সংশয় সৃষ্টি করা ঠিক হবে না।’

শুক্রবার সন্ধ্যায় আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, নির্বাচন বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার এবং ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার একমাত্র পথ। তাই নির্বাচনের পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য তিনি সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল ঐক্যের ভেতরে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। তবে বিএনপি বিশ্বাস করে, সংলাপ ও আলোচনা মাধ্যমে একটি প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচন আয়োজন সম্ভব, যা শক্তিশালী গণতান্ত্রিক সংসদ গঠনে সহায়ক হবে।

গুম প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, ‘আমরা চাই ভবিষ্যতে আর কোনো পরিবারের সদস্যকে গুমের শিকার হয়ে এরকম অনুষ্ঠানে আসতে না হয়। জনগণ যদি আমাদের সুযোগ দেয়, ইনশাআল্লাহ আমরা গুম প্রতিরোধে আইন প্রণয়ন করব এবং সেটি কার্যকর করতে সব উদ্যোগ নেব।’

তিনি জাতিসংঘের তথ্য তুলে ধরে বলেন, শুধু ২০২৪ সালেই সহিংসতায় ১,৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত আন্দোলন দমন করতে ১০ হাজারেরও বেশি মানুষের রক্ত ঝরেছে। তার ভাষায়, ‘বাংলাদেশকে নরকে পরিণত করার চেষ্টা হয়েছিল। কিন্তু ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়েই আজকের এই ঐকমত্য সম্ভব হয়েছে।’

সালাহউদ্দিন আশা প্রকাশ করেন, সব দল একসাথে থেকে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবে এবং গণমাধ্যমকে স্বাধীন রাখবে। তিনি বলেন, ‘আজকের পরিবেশ আগে কখনো পরিকল্পনা করা যেত না। এখন আমাদের দায়িত্ব হলো গণতান্ত্রিক অগ্রযাত্রাকে টেকসই করা।’

সারাবাংলা/এফএন/এসএস

ঐক্য নির্বাচনি রোডম্যাপ সন্দেহ সালাহউদ্দিন