Friday 29 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের বিশেষ অভিযানে ১৫১৫ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৫ ২০:০৯

প্রতীকী ছবি

ঢাকা: সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৮২ জন আসামি এবং অন্যান্য ঘটনায় ৫৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৮২ জন আসামি এবং অন্যান্য ঘটনায় ৫৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে একটি রিভলবার, একটি ১২ বোর একনালা বন্দুক, একটি এলজি বন্দুক, একটি পিস্তল, একটি জি ৩ রাইফেল, একটি এমএ ভেরিয়েন্ট রাইফেল, একটি এলএম ১৬ ভেরিয়েন্ট রাইফেল, একটি দেশীয় এলজি, একটি পাইপগান, ৯টি ম্যাগাজিন, ৭ রাউন্ড কার্তুজ, ৫১১ রাউন্ড গুলি, তিনটি চাপাতি এবং দুটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দফতর।

সারাবাংলা/এমএইচ/এসএস

অভিযান গ্রেফতার পুলিশ বিশেষ