Friday 29 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৫ ২০:১৭

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নের পাঙ্গা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলেন—কেতকীবাড়ি ইউনিয়নের তেলীপাড়া গ্রামের হানিফ সরকারের মেয়ে হুমায়রা (৬) এবং একই গ্রামের তাহেরুল ইসলামের ছেলে তৌফিক (৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে তিন শিশু মশারি নিয়ে নদীতে মাছ ধরতে যায়। এসময় পানিতে নেমে দুই শিশু গভীর গর্তে ডুবে যায়। সঙ্গে থাকা আরেক শিশু সিয়ামের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। পরে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

কেতকীবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিশুরা পরিবারের অজান্তে মশারি নিয়ে নদীতে মাছ ধরতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছে।’

সারাবাংলা/এসএস

‘কেজিএফ’ অভিনেতার মৃত্যু ডোমার নদী মাছ ধরা মৃত্যু শিশু

বিজ্ঞাপন

বিমান বাহিনীতে নিয়োগ
২৯ আগস্ট ২০২৫ ২২:০২

আরো

সম্পর্কিত খবর