সিলেট : সিলেটের জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় একটি পর্যটকবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সিলেট-তামাবিল-জাফলং মহাসড়কের সারিঘাট দক্ষিণপাড় এলাকার সরুফৌদ পেট্রোল পাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. তালহা (২৬)। সে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কাঞ্জর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচজন যুবক দুটি মোটরসাইকেলে করে জৈন্তাপুর উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় জাফলং থেকে সিলেটমুখী একটি পর্যটকবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেল দুটির সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল দুটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে প্রাণ হারায় তালহা। এ দুর্ঘটনায় অপর চার যুবক গুরুতর আহত হয়েছেন। আহতদের আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তামাবিল হাইওয়ে থানার অফিসার (ইনচার্জ) হাবিবুর রহমান জানান, দুঘর্টনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। পর্যটকবাহী বাসটি স্থানীয় জনতা হরিপুর বাজারে আটক করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।