Friday 29 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভণ্ডামি বাদ, কী করছেন এসবের হিসাব দিতে হবে—আসিফ নজরুলকে হাসনাত

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ০০:৩৬

আসিফ নজরুল ও হাসনাত। ছবি কোলাজ: সারাবাংলা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভণ্ডামি বাদ দেন স্যার। যে জন্য বসানো হইছে সেটা না করে কী কী করছেন এসবের হিসাব দিতে হবে।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ড. আসিফ নজরুলের একটি পোস্টের কমেন্টে এ মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লাহ।

গণ অধিকার পরিষদের সভাপতি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে মারধরের শিকারের পর ফেসবুকে একটি পোস্ট দেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। পোস্টে তিনি লেখেন, ‘ভিপি নুরুল হক নুরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

বিজ্ঞাপন

আইন উপদেষ্টার পোস্টের পরই সেখানে ঝাঁঝালো এক মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ। তিনি ড. আসিফ নজরুলকে বলেন, ‘প্রতিবাদের কাজ আপনার? ভণ্ডামি বাদ দেন স্যার। যে জন্য বসানো হইছে সেটা না করে কী কী করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কীভাবে কোন কাজে বাধা দিছে এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন।’

এদিন, রাত ৯টার পর রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ব্যাপক পিটিয়ে রক্তাক্ত করে। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতারা। এ সময় জাপা নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়। তাৎক্ষণিক গণ অধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে ১০ মিনিট সময় দেয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এর মধ্যে ঘটনাস্থল ত্যাগ না করায় সেখানে ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে নুরুল হক নুরসহ অনেকেই আহত হন।

গণঅধিকার পরিষদের কর্মীরা জানান, নুরের মাথা ফেটে গেছে। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটস্থ কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিন, সন্ধ্যায় জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে জাপা ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। জাপার নেতাকর্মীদের অভিযোগ, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা করেছেন। আর গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই ইট-পাটকেল নিক্ষেপ করে উসকানি দিয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসএস

আসিফ বাদ ভণ্ডামি হাসনাত হিসাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর