ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বাংলামোটর মোড়ে দলীয় কার্যালয়ের সামনে তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, ‘ইউনূস স্যার, আপনাকে বলেছি— আপনিই বলেছেন, ছাত্ররা আপনাকে ক্ষমতায় বসিয়েছে। আজ সেই ছাত্রদেরকেই রক্তাক্ত করছে আপনার প্রশাসন। আপনাকে এর উত্তর দিতে হবে। হয় বিচার করুন, না হয় চেয়ার ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে শাহবাগে যুক্ত হন। হা-হুতাশ করার জন্য আপনাদের চেয়ারে বসানো হয়নি। বসানো হয়েছে আওয়ামী লীগের বিচার করানোর জন্য, শেখ হাসিনার বিচার করানোর জন্য, জাতীয় পার্টির বিচার করানোর জন্য। না হলে আপনাদের বিরুদ্ধেও লড়াইয়ে নামতে আমরা বাধ্য হব।’
বিক্ষোভে আব্দুল হান্নান মাসউদ অভিযোগ করেন, ‘নুরের ওপর হামলা থেকে প্রমাণিত হয়েছে যে, দেশের ভেতরে আরেকটি অদৃশ্য শক্তি কাজ করছে।’ তিনি প্রশ্ন তোলেন, ‘আসলে দেশটা কোথা থেকে পরিচালিত হচ্ছে?- সেটা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে। কার নির্দেশে ভিপি নুরুল হক নুরের ওপর হামলা হলো?— এটি স্পষ্টভাবে জানাতে হবে।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার আমলে বিরোধীদলীয় নেতাদের ওপর যেভাবে দমন-পীড়ন চালানো হয়েছিল, সেই একই চিত্র এখন আবার ফিরে আসছে।’ তার ভাষায়, ‘আমরা এমন হামলা পার্টি অফিসের সামনে দেখেছি হাসিনার আমলে। আজ আবার সেই একই দৃশ্য কিভাবে ঘটল?’
এনসিপির এই নেতা অভিযোগ করেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। আমাদের সহকর্মীদের ওপর সশস্ত্র হামলা হয়েছে। ইউনূস স্যার, আপনার প্রশাসন কিভাবে আপনার ছাত্রদের রক্তাক্ত করে? এর জবাব আপনাকেই দিতে হবে।’
তিনি বলেন, ‘নুরুল হক নুর ও গণঅধিকার পরিষদের নেতাদের ওপর হামলার বিচার দ্রুত না হলে, তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। এই ধরনের হামলার মাধ্যমে দেশের গণতান্ত্রিক শক্তিকে দমন করার চেষ্টা চলছে, যা শেষ পর্যন্ত সফল হবে না।’
উল্লেখ্য, শুক্রবার রাতে রাজধানীতে ভিপি নুর ও তার সহকর্মীদের ওপর হামলা হয়। এ ঘটনায় তিনি ও কয়েকজন নেতা আহত।