Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালি শিক্ষার্থী বিনিশার লাশ হস্তান্তর


২৪ ডিসেম্বর ২০১৭ ১২:৪৩

ঢাকা মেডিকেল করেসপন্ডেন্ট

ঢাকার ভাটারায় পাইওনিয়ার ডেন্টাল কলেজের বিদেশি শিক্ষার্থী বিনিশা সাহুর লাশ তার ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার ১১টার দিকে তার ভাই নারায়ণংরা সাহুর কাছে লাশ বুঝিয়ে দেন ভাটারা থানার উপ-পরিদর্শক শামীম হাসান মোল্লা।

শামীম হাসান বলেন, ঢাকা মেডিকেলের মর্গ থেকে বিনিশার লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে। এরপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন। সেখান থেকে বিনিশার লাশ নেপালে যাবে।

১৯ ডিসেম্বর মারা যান বিনিশা। হতাশা থেকে সে আত্মহত্যা করতে পারে বলে পুলিশের ধারণা। ওইদিনে তার একটা পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হওয়ার আগে বিনিশা তার হোস্টেলের কক্ষে চলে যায়। তার রুমমেট রাকশা দুপুর সোয়া একটার দিকে কক্ষে আসার পর কক্ষটি ভেতর থেকে লক করা দেখতে পায়। ডাকাডাকির পরেও বিনিশা দরোজা না খোলায় হোস্টেলের দারোয়ানকে ডেকে নেয়।

দারোয়ানের কাছে থাকা বিকল্প চাবি দিয়ে দরোজা খুলে সে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো বিনিশার ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। হোস্টেল কর্তৃপক্ষ পরে পুলিশকে খবর দিলে পৌনে তিনটার দিকে বিনিশার লাশ উদ্ধার করা হয়।

সারাবাংলা/এসএ/একে

নেপালি শিক্ষার্থী বিনিশা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর