ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও দলের নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে আজ বিকেলে বিক্ষোভ ও সংহতি সমাবেশ করবে সংগঠনটি।
শনিবার (৩০ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
গণঅধিকার পরিষদ জানিয়েছে, এ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন। একই সঙ্গে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হবে।
উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে গণঅধিকার পরিষদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে সাবেক ডাকসু ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন তীব্র নিন্দা জানিয়েছে।