Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাকসুর ইতিহাসে প্রথমবার ভিপি পদে নারী প্রার্থী

রাবি করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ১০:৫০

তাসিন খান।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ৬৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন এক নারী শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসিন খান।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তাসিন। এরই মধ্যে তিনি ভিপি পদের মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন।

তাসিন খান জুলাই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা যায়, ১৯৬৪ সালে রাকসু প্রতিষ্ঠার পর থেকে ১৯৮৯ সাল পর্যন্ত মোট ১৪ বার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে একাধিক নারী শিক্ষার্থী কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও এতদিনে কেউ ভিপি পদে অংশ নেননি। ফলে আসন্ন নির্বাচনে প্রথম নারী হিসেবে ভিপি পদে লড়ছেন তাসিন খান।

এ বিষয়ে তাসিন খান বলেন, ‘৫ আগস্টের পর যখন রাকসু নিয়ে আলাপ শুরু হয়েছিল, তখনই ভেবে নিয়েছিলাম দাঁড়াবো। কিন্তু পদ ঠিক করা ছিল না। পরে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিলাম; ভিপি পদে নির্বাচন করব।’

তিনি আরও বলেন, ‘রাকসু একটি ঐতিহাসিক সুযোগ আমাদের কাছে। এর গুরুত্ব উপলব্ধি করেই আমি আমার দক্ষতার জায়গা থেকে কিছু পরিকল্পনা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। এটা আমার কাছে অনেক বড় বিষয়। কারণ, আমার কোনো দলীয় সাপোর্ট, ফান্ডিং বা কর্মীবাহিনী নেই।’

তবে শঙ্কা প্রকাশ করে তাসিন বলেন, ‘রাকসুতে বেশ বড় একটা ক্ষমতা অর্জনের বিষয় আছে। সেই জায়গা থেকে ক্যাম্পাসে একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সাইবার বুলিং, ব্যক্তিগত আক্রমণ ও সম্মানহানির আশঙ্কার রয়ে গেছে। ব্যক্তিগত আক্রমণ, চরিত্রহনন এবং ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মতো নোংরামি করা হতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি এন্টি সাইবার বুলিং সেল গঠনের আশ্বাস দিয়েছিল, কিন্তু তার কার্যক্রম আমরা এখনও শুরু হতে দেখলাম না। ফলে নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।’

সারাবাংলা/এনজে

নারী প্রার্থী ভিপি পদ রাকসু

বিজ্ঞাপন

ইউটিউবে ভিউ বাড়াবে যে ফিচার
৩০ আগস্ট ২০২৫ ১৬:০১

আরো

সম্পর্কিত খবর