Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপ হকি ২০২৫
চাইনিজ তাইপেকে বিধ্বস্ত করে বাংলাদেশের প্রথম জয়

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০২৫ ১৫:৩৯ | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ ১৫:৪৬

চাইনিজ তাইপেকে উড়িয়ে দিল বাংলাদেশ

প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৪-১ গোলে হারতে হয়েছিল বাংলাদেশকে। এশিয়া কাপ হকির গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেল বাংলাদেশ। চাইনিজ তাইপেকে ৮-৩ গোলে বিধ্বস্ত করে টুর্নামেন্টের প্রথম জয় পেল বাংলাদেশ।

ভারতের বিহারের রাজগিরে বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই ছিল বাংলাদেশের দাপট।

৪ মিনিটের মাথায় আবদুল্লাহর গোলে লিড নেয় বাংলাদেশ। ম্যাচে সমতা ফেরাতে বেশ সময় নেয়নি চাইনিজ তাইপে। ১০ম মিনিটে দলকে ম্যাচে ফেরান সুং ইয়ো। এরপর ১৮ মিনিটে লিড পায় চাইনিজ তাইপে, গোল করেন সেই সুং ইয়োই।

বিজ্ঞাপন

পরে ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ, গোল করে দলে স্বস্তি ফেরান আবদুল্লাহ। বাংলাদেশ অবশ্য এরপর পুরোটা সময়জুড়েই ছড়ি ঘুরিয়েছে প্রতিপক্ষের ওপর। চাইনিজ তাইপের জালে আরও ৬বার বল জড়িয়েছেন তারা।

বাংলাদেশের হয়ে জোড়া গোল পেয়েছেন আবদুল্লাহ, হাসান রকিবুল, ইসলাম আশরাফুল। শেষ পর্যন্ত ৮-৩ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

১ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর