Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুরদের ওপর হামলাকারী লাল টিশার্ট পরা ব্যক্তির পরিচয় মিলেছে

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ১৬:৩৯ | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ ১৭:৩১

লাল টিশার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলাকারী লাল টিশার্ট পরিহিত ব্যক্তির পরিচায় মিলেছে।

শনিবার (৩০ আগস্ট) গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন তার ফেসবুক পোস্টে জানান, ‘লাল টিশার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল। তার নাম মিজানুর রহমান। বিপি নং- ৯৭১৭১৯৭২৪৩। সে ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা করেছে।’ একই তথ্য জানিয়েছেন, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

এর আগে শুক্রবার (৩০ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে দলটির প্রধান নুরুল হক নুর মারাত্মকভাবে আহত হন। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। হামলার সময় মেরুন রঙের টিশার্ট পরা এক ব্যক্তিও উপর্যুপরি লাঠি চালায়। যার ভিডিও রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তখন প্রশ্ন ওঠে কে সেই লাল টিশার্ট পরিহিত ব্যক্তি?

বিজ্ঞাপন

লাঠি হাতে লাল টিশার্ট পরিহিত ব্যক্তিটিকে অনেকে বলেছেন পল্টন থানার অফিসার ইনচার্জের (ওসি) ড্রাইভার। তবে যোগাযোগ করা হলে পল্টন থানার ওসি এ বিষয়ে এখনো কিছু জানাননি। পুলিশ বলছে, টিশার্ট পরিহিত ব্যক্তি পুলিশ সদস্য। তিনি কনস্টেবল পদে কর্মরত। এ নিয়ে বিস্তারিত জানাবে পুলিশ।

এদিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িত মেরুন রঙের টি-শার্ট পরা যুবক ডিবির কেউ নয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখছি। এরপর তিনি আর কিছু জানাতে পারেননি।

উল্লেখ্য, শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে দু’পক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁনসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নুরের চিকিৎসায় এরই মধ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড আজ আলোচনায় বসবে। নুরের জ্ঞান ফিরেছে তবে মাথায় ও নাকে আঘাতের চিহ্ন আছে। ৪৮ ঘণ্টা না গেলে কিছু বলা যাচ্ছে না।

এদিকে, নুরের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। নুরের ওপর হামলার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রতিবাদ ও বিবৃতি দেওয়া হয়েছে।

সারাবাংলা/ইউজে/পিটিএম

টপ নিউজ নুরুল হক নুর পরিচয় হামলাকরী