Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ১৭:১৮

পঞ্চগড়ে বিএনপির সদস্য সংগ্রহ

পঞ্চগড়: পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে চেম্বার অব কমার্সের মিলনায়তনে এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।

সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। এ সময় তিনি তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের অন্তর্ভুক্ত তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও আটোয়ারী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন টিম প্রধান ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সম্পাদক কাদের হালিমী।

বিজ্ঞাপন

এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং তৃণমূল নেতা-কর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। তারা সবাই আগামী নির্বাচনে বিএনপির জয়ের জন্য একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিনা পারভিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ মজিদ ও মির্জা নাজমুল ইসলাম কাজল, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন।

এ সময় আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এ সময় তারা সবাই সংগঠনকে আরও শক্তিশালী করার অভিপ্রায় ব্যক্ত করেন।

সারাবাংলা/এসআর

পঞ্চগড় বিএনপি সদস্য সংগ্রহ