Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ১৭:৪১ | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ ১৯:৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

কুমিল্লা: ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের প্রধান নুরুল হক নুর ও কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় সড়ক অবরোধ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে কুমিল্লা কোটবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়। কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা নুরুল হক নুরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অবরোধ চলাকালে বক্তারা বলেন, ‘দেশের গণতান্ত্রিক আন্দোলন দমাতে সরকারবিরোধী দলের নেতাকর্মীদের ওপর একের পর এক হামলা চালাচ্ছে। নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের কোনো নেতাকর্মীর ওপর ফের হামলা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।’

বিজ্ঞাপন

আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে বিক্ষাভ করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

পরে পুলিশের হস্তক্ষেপে আধাঘণ্টা পর আন্দোলনকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, ‘আন্দোলনকারীদের গিয়ে আমরা বুঝিয়ে বলাতে তারা রাস্তা ছেড়ে আন্দোলন তুলে নিয়েছে। গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে।’

আন্দোলনকারীরা আন্দোলন তুলে নেওয়ার আগে ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের শাস্তির ব্যবস্থা না করলে ফের রাজপথ অচল করে দেওয়া হবে বলে ঘোষণা দেন।

সারাবাংলা/এইচআই

গণঅধিকার পরিষদ জাতীয় পার্টি ঢাকা-চট্টগ্রাম ভিপি নুর মহাসড়ক অবরোধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর