Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে মুখোমুখি অবস্থানে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ১৮:৩০ | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ ১৯:৩২

বিক্ষোভ মিছিল করেছেন গণঅধিকার পরিষদের নেতারাকর্মীরা

রংপুর: গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিসি নুরল হক নুরসহ নেতাদের ওপর হামলার প্রতিবাদে রংপুরে মুখোমুখি অবস্থানে রয়েছে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতারা।

শনিবার (৩০ আগস্ট) বিকেল থেকে দেশের বিভিন্ন স্থানে জাতীয় পার্টির অফিস ভাঙচুরের সংবাদে রংপুরেও ভাঙচুর হতে পারে এমন আশঙ্কা থেকে দলীয় কার্যালয়ে অবস্থান নিয়েছে।

গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ মিছিলে সেনাবাহিনী, পুলিশ ও জাতীয় পার্টির হামলার প্রতিবাদ এবং আওয়ামীদলীয় সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধের দাবিতে বিকেলে রংপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গণঅধিকার পরিষদসহ বিভিন্ন সমমনা দল।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, ‘গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে জনগণের কণ্ঠ রোধ করা যাবে না।’


দলীয় কার্যালয়ে অবস্থান নিয়েছে জাতীয় পার্টির নেতারাকর্মীরা।

এ সময় তারা জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধের দাবি জানান। মানববন্ধন ও সমাবেশে গণঅধিকার পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি শেরে খোদা আসাদুল্লাহ, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুষার সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেনসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে গণঅধিকার পরিষদ যেনো কোনো ভাঙচুর কর্মকান্ড চালাতে না পারে সেজন্য জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে নগরীর সেন্ট্রাল রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।

দলীয় নেতাকর্মীরা বলছেন, ‘রংপুরে জাতীয় পার্টি দুর্বল–যদি এমনটা কেউ ভাবে তাহলে ভুল হবে। সকল ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় পার্টি শক্তি ও সমর্থ আছে।’

মোস্তাফিজার রহমান বলেন, ‘আজ দেশে নেই কোনো আইনের শাসন, নেই কোনো মানুষের নিরাপত্তা, নেই কোনো সম্মান। যেখানে মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্থ করা হচ্ছে। এই যদি অবস্থা হয় তাহলে লাল সবুজের পতাকা, স্বাধীন এই ভূখণ্ড বিপদের সম্মুখীন হবে। স্বাধীনতার পক্ষের শক্তি, ’৭১ এর পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। ’৭১ এর চেতনায় যারা বিশ্বাসী তাদের কোণঠাসা করার অপচেষ্টা চলছে।’

সেনাবাহিনী ও পুলিশকে ধন্যবাদ জানিয়ে মোস্তফা বলেন, ‘তারা চেষ্টা করছে মব ভায়োলেন্স বন্ধ করতে। মব যতদিন থাকবে ততদিন দেশ অস্থিতিশীল থাকবে। কোনোদিন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে না। আমরা যখন নির্বাচনের চিন্তা করছি তখন আদৌ নির্বাচন হবে কি না তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।’

রংপুরে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে জানিয়ে মোস্তফা বলেন, ‘জাতীয় পার্টির রাজনৈতিক ইতিহাসে কোনো ভাঙচুর, দখল, কাউকে রাস্তাঘাটে লাঞ্ছিত করার ঘটনা নেই। এখন তারা পায়ে পড়ে কীভাবে ঝগড়া লাগানো যায় সেই প্রচেষ্টায় লিপ্ত। তবে আমাদের স্পট কথা, রংপুরে আমরা এসব বরদাস্ত করবো না। শরীরে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। আমরা সামনের দিনেও প্রমাণ করে ছাড়ব, রংপুরের মাটি এরশাদের ঘাঁটি, রংপুরের মাটি জিএম কাদেরের ঘাঁটি। এখানে আমাদের অস্তিত্ব জড়িয়ে আছে, এটা কোনোভাবেই আমরা বিলীন হতে দেব না।’

এদিকে যেকোনো পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সারাবাংলা/এইচআই

গণঅধিকার পরিষদ জাতীয় পার্টি রংপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর