সিলেট: সিলেটের কানাইঘাটে তুচ্ছ ঘটনায় বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আহত সাইদুর রহমান নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় নিহতের আরও দুই ভাই আহত হয়েছেন। পরে অভিযুক্ত ইমরান ও তার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩০ আগস্ট) ভোরে ওই যুবক মারা যায়। এর আগে শুক্রবার কানাইঘাটের দীঘিরপাড় পূর্ব ইউনিয়নের শাহপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাইদুর রহমান ও তার ভাইদের ২০-২৫টি হাঁস ছিল। সম্প্রতি তাদের চাচাতো ভাই ইমরান নিজের ধানখেতে রক্ষা করার জন্য বিষ প্রয়োগ করে। ক’দিন আগে সাইদুরদের কিছু হাঁস ওই ধানখেতে গিয়ে বিষক্রিয়ায় মারা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
এই বিরোধের জেরে শুক্রবার জুমার নামাজের পর সাইদুর রহমান ও তার দুই ভাই ফরিদুর রহমান ও আব্দুর রহমানের সঙ্গে ইমরানের মারামারি শুরু হয়। একপর্যায়ে ইমরান তার তিন চাচাতো ভাইকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত তিন ভাইকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইদুর রহমান মারা যান। অন্য দুই ভাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এই মারামারিতে ইমরান খানের মা-ও গুরুতর আহত হয়েছেন।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।