Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রকৌশলী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মাভাবিপ্রবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ২১:৫৪

প্রকৌশলী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মাভাবিপ্রবিতে মানববন্ধন ‎

টাঙ্গাইল: রাজধানী ঢাকার শাহবাগে প্রকৌশলী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ও যৌক্তিক দাবিগুলোর সঙ্গে একাত্বতা প্রকাশ করে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১২তলা ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন কর্মসূচির বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিয়াউর রহমান এর সঞ্চালনায় বক্তব্য দেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ প্রমুখ।

বিজ্ঞাপন

‎মানববন্ধনে বক্তারা বলেন, ‘২৭ আগস্ট শাহবাগে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের অযাচিত হামলা, টিয়ারশেল নিক্ষেপ ও বল প্রয়োগের ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই।’

তারা বলেন, ‘তরুণ প্রজন্মের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা ফ্যাসিবাদের জুলুম ও নিষ্পেষণের কথা, গুম ও খুনের কথা এবং জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের কথা মনে করিয়ে দেয়।’

সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবিও জানানো হয়।

সারাবাংলা/এইচআই

প্রকৌশলী শিক্ষার্থী মানববন্ধন মাভাবিপ্রবি হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর