Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচন কমিশন সার্ভিস গঠনে’ কর্মকর্তাদের আলটিমেটাম

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ২২:৫৪

নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ‘নির্বাচন কমিশন সার্ভিস গঠনে’ জন্য আলটিমেটাম দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তারা।

‎শনিবার (৩০ আগস্ট) রাতে উপজেলা/থানা/সমমান ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সদস্য সচিব সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এমন আলটিমেটার দেওয়া হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সর্বসম্মতিক্রমে ইসির জন্য পৃথক সার্ভিস গঠনের দাবি উত্থাপন করা হয়।

‎এতে আরও বলা হয়, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের প্রক্ষিতে ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তাবিত ‘নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ জারি করে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠন করতে হবে।

‎নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুস্পষ্ট ও অগ্রাধিকারভুক্ত সুপারিশ এবং নির্বাচন কমিশনের অনুমোদন সত্ত্বেও ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনের বিষয়টি বিলম্বিত হওয়ায় বক্তারা নিন্দা জ্ঞাপন করেন।

‎তারা আশা প্রকাশ করেন, খুব শিগগিরই এসব বিষয় আমলে নিয়ে নির্বাচন কমিশন সার্ভিস গঠন হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএল/এইচআই

ইসি নির্বাচন কমিশন সার্ভিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর