ঢাকা: আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ‘নির্বাচন কমিশন সার্ভিস গঠনে’ জন্য আলটিমেটাম দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তারা।
শনিবার (৩০ আগস্ট) রাতে উপজেলা/থানা/সমমান ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সদস্য সচিব সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এমন আলটিমেটার দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সর্বসম্মতিক্রমে ইসির জন্য পৃথক সার্ভিস গঠনের দাবি উত্থাপন করা হয়।
এতে আরও বলা হয়, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের প্রক্ষিতে ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তাবিত ‘নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ জারি করে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠন করতে হবে।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুস্পষ্ট ও অগ্রাধিকারভুক্ত সুপারিশ এবং নির্বাচন কমিশনের অনুমোদন সত্ত্বেও ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনের বিষয়টি বিলম্বিত হওয়ায় বক্তারা নিন্দা জ্ঞাপন করেন।
তারা আশা প্রকাশ করেন, খুব শিগগিরই এসব বিষয় আমলে নিয়ে নির্বাচন কমিশন সার্ভিস গঠন হবে।
‘নির্বাচন কমিশন সার্ভিস গঠনে’ কর্মকর্তাদের আলটিমেটাম
স্টাফ করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ২২:৫৪
৩০ আগস্ট ২০২৫ ২২:৫৪
সারাবাংলা/এনএল/এইচআই