কুমিল্লা: মহানগরীর কাটাবিল এলাকায় মহরম নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মহরম মুরাদপুর উত্তর পাড়ার মৃত চারু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে থানায় ১৮টি মামলা রয়েছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, এদিন রাতে মহরম তার মামা এক আত্মীয় অপু মিয়াকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন। পথে কাটাবিল রাস্তার মাথায় পৌঁছলে জাবেদ, বাপ্পি, শ্যামলসহ কয়েক সন্ত্রাসী তাদের গতিরোধ করে। এর পর মহরমের মাথায় এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। পরে গুরুতর আহত মহরমকে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসার ভাগবাটোয়ারা নিয়ে পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।
নিহতের খালা হাসিনা বেগম জানান, দীর্ঘদিন ধরে সন্ত্রাসীরা তার কাছে টাকা দাবি করে আসছিল। টাকা না দেওয়ায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। নিহতের ভগ্নিপতি শহিদুল ইসলাম জানান, রক্তাক্ত অবস্থায় মহরমকে প্রথমে তিনি হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তি মাদক ও অস্ত্রসহ ১৮টি মামলার আসামি। তবে কী কারণে এ হত্যাকাণ্ড তা এখনো জানা যায়নি।’