অঘটন যেন পিছুই ছাড়ছে না ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার। দেশটির রাজধানী দিল্লি থেকে উড্ডয়নের পরপরই মাঝ-আকাশে আগুন দেখা গেছে ফ্লাইটের একটি ইঞ্জিনে। পরে ককপিট থেকে তড়িঘড়ি ইঞ্জিন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বিমানটিকে আবার দিল্লিতে ফেরানো হয়েছে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছেন এয়ারলাইন্সটির মুখপাত্র।
রোববার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, রোববার সকালে দিল্লি থেকে ইন্দোরে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার এআই২৯১৩ ফ্লাইটটি। বিমানটি আকাশে প্রায় ৩০ মিনিটের জন্য উড্ডয়ন করছিল, তখন পাইলট ডান দিকের ইঞ্জিনে “ফায়ার ইন্ডিকেশন” দেখতে পান। বিমানে তখন ৯০ জনেরও বেশি যাত্রী ছিলেন। এই সংকেত পাওয়ার পর পাইলটদের নিয়মিত প্রটোকল অনুসরণ করে ডান ইঞ্জিনটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটি নিরাপদে দিল্লি বিমানবন্দরে অবতরণ করেছে এবং যাত্রীদের জন্য অন্য একটি বিমানের ব্যবস্থা করা হচ্ছে, যা তাদের ইন্দোরে পৌঁছে দেবে। বিমান সংস্থা নিশ্চিত করেছে যে এ সংক্রান্ত বিষয়টি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনকে (ডিজিসিএ) জানানো হয়েছে।
এআই ২৯১৩ একটি এ ৩২০ নেয়ো মডেলের বিমান। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিমানটি প্রায় ৩০ মিনিট আকাশে থাকার পর ফিরে আসে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।