Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুরকে দেশের বাইরে চিকিৎসা করানোর দাবি

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ১৪:১০ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ ১৫:৩৩

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানোর দাবি জানিয়েছে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রাশেদ বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত সেনাবাহিনীর কতিপয় সদস্যদের বিচার করতে হবে। এই ইস্যুতে নির্বাচন বানচাল করার কোনো সুযোগ নেই।’

তিনি বলেন, ‘সকালে ভিপি নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি। তিনি ভিপি নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেছেন। ভিপি নুরের দ্রুত আরোগ্য কামনা করে রাষ্ট্রপতি ভিপি নুরের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন। এ জঘন্য হামলায় জড়িতদের ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে মর্মেও আশ্বস্ত করেছেন।’

বিজ্ঞাপন

এদিকে আহত নুরের স্ত্রী মারিয়া আক্তার জানান, এখনো আশঙ্কামুক্ত নন নুর। হামলাকারীদের শাস্তি দাবি করে তিনি নুরের সুস্থ্যর জন্য দোয়া কামনা করেন।

বিজ্ঞাপন

চাকসুতে নির্বাচিতরা শপথ নিলেন
২৩ অক্টোবর ২০২৫ ১৬:৫০

আরো

সম্পর্কিত খবর