Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুরের ওপর পরিকল্পিতভাবে হামলা হয়েছে: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ১৪:৫০ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ ১৬:৩৫

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী – (ফাইল ছবি : সংগৃহীত)

ঢাকা: নুরুল হক নুরের ওপর হামলা পরিকল্পিত ও টার্গেট করে চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি নুরকে দেখার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘নুরের ওপর বিভৎস আক্রমণ চালানো হয়েছে। পূর্ব পরিকল্পিত ও টার্গেট করে আঘাত করা হয়েছে। উদ্দেশ্য ছিল তাকে হত্যা করা। তার শরীরের আঘাতগুলো সামান্য ডানে-বামে লাগলেই অনিবার্য মৃত্যু হতো। এর আগে নুরের ওপর ২২ বার হামলা হয়েছে। বগুড়া থেকে শুরু করে সে যেখানে গিয়েছে সেখানেই ফ্যাসিবাদী সরকারের শিকার হয়েছে। আমরা ঘটনার প্রতিবাদ জানাই এবং সুষ্ঠু তদন্ত দাবি করছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘শুক্রবার নুর কোনো সহিংসতায় অংশ নেয়নি। এরপরও কার্যালয়ে ঢুকে হামলা চালানো হয়েছে। ৫ আগস্টের পরাজিত শক্তি নানা উপায়ে বিষদাঁত বসানোর চেষ্টা করছে। ঘটনাটির সঙ্গে জিএম কাদের জড়িত কি না জানি না। তবে এরা আজ রাজনীতির কথা বলছে— এটি অবাক করার মতো বিষয়।’

এ সময় রিজভী জাতীয় পার্টির সমালোচনা করে বলেন, ‘যিনি নির্বাচনের আগে ভারতে গিয়ে অনুমতি ছাড়া কিছু বলা যাবে না বলে মন্তব্য করেছিলেন, তিনি কীভাবে বাংলাদেশে রাজনীতি করেন? এরা গভীর পানির ভেতর থেকে মাথা তুলে উঁকি দিচ্ছে।’

সাংবাদিকদের এক প্রশ্নে, গণঅধিকার পরিষদের দাবি অনুযায়ী জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে রিজভী বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত নেবে দল।’

সারাবাংলা/এসএসআর/এমপি

নুরুল হক নুর রুহুল কবির রিজভী হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর