Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মালিকানার বর্তমান ধরনে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়’

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ১৫:১০ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ ১৬:৩৪

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

ঢাকা: গণমাধ্যমে বর্তমানের মালিকানার ধরন অব্যাহত থাকলে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

রোববার (৩১ আগস্ট) রাজধানীর ডেইলি স্টার ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ১৬ বছর সাংবাদিকতা ব্যবহার করে ফ্যাসিবাদ জেগে উঠলো। এর দায় নেওয়া উচিত। মালিকানার যে ধরন তৈরি হয়েছে, সেটা অব্যাহত রেখে স্বাধীন প্রোফেশনাল সাংবাদিকতা সম্ভব নয়। আপনি দোকানদার হবেন নাকি চতুর্থ স্তম্ভ হবেন সেটা ঠিক করতে হবে।

তিনি বলেন, স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করার জন্য রাজনীতিবিদদের প্রতিশ্রুতি দেওয়া উচিত। মব ভায়োলেন্স প্রতিরোধ করতে হলে।

বিজ্ঞাপন

সংস্কারের দায়িত্ব শুধু সরকার বা কমিশনের নয়, সাংবাদিকদের সংস্কারের জন্য চাপ দিতে হবে’, যোগ করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি।

সারাবাংলা/ইএইচটি/ইআ

বিজ্ঞাপন

ছয় দফা দাবিতে আজও উত্তাল বাকৃবি
১ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৮

আরো

সম্পর্কিত খবর