Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইএসপিআরের বক্তব্য প্রত্যাখ্যান গণঅধিকার পরিষদের

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ১৫:২৮ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ ১৭:১৯

ঢাকা: রাজধানীর বিজয় নগরে গণধিকার পরিষদের অফিসের সামনে সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা ঘটনাকে ভিন্ন দিকে ঠেলে দিয়ে আইএসপিআর থেকে যে মবের কথা বলা হয়েছে তা প্রত্যাখ্যান করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অতর্কিত হামলা করেছে। তারা যাকে পেয়েছে তাকেই বেধরক পিটিয়েছে। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নুরুল হক নুর পার্টি অফিসের সামনে অবস্থান করছিলেন। নেতাকর্মীরা সম্পুর্ণ শান্তিপূর্ণভাবে দাঁড়িয়েছিলেন। সেখানে কোনো কথা বার্তা নেই এসেই পেটানো শুরু করলেন। একটি দলের প্রধানকেও তারা দেখলেন না। ওই ঘটনার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তা আমরা প্রত্যাখ্যান করছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ বিষয়ে আমরা জুলাই স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলছি। সরকারের কাছে বিচার দাবি করছি। অবিলম্বে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। জড়িত সেনা ও পুলিশ সদস্যদের শাস্তির আওতায় আনতে হবে।

সারাবাংলা/ইউজে/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর