Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোমবার থেকে ডেইরি উন্নয়ন বোর্ড আইন কার্যকর ও বোর্ড গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ১৫:২৩ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ ১৬:৩৪

– ছবি প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩’ কার্যকর এবং একই আইনের আওতায় ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড’ গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আইন এবং বোর্ড গঠন উভয়ই সোমবার (১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।

অতি সম্প্রতি (২৮ আগস্ট) এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩’ এর ধারা ১ এর উপ-ধারা (২) এ প্রদত্ত ক্ষমতাবলে ১ সেপ্টেম্বর তারিখকে এ আইন কার্যকর হওয়ার তারিখ হিসেবে নির্ধারণ করলো।

অপর প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩’ এর ধারা ৪ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করলো। এটা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

বিজ্ঞাপন

মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সুষম খাদ্য হিসেবে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ, বাজারজাতকরণ এবং এ সংশ্লিষ্ট বিষয়াবলির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ২০২৩ সালের ১৩ নভেম্বর ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩’ জারি করে সরকার। এর আগে ২০২৩ সালের ১০ এপ্রিল ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় বিগত সরকারের মন্ত্রিসভা।

সূত্র মতে, গঠিত ‘ডেইরি উন্নয়ন বোর্ড’ দেশের দুধ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ এবং বাজার ব্যবস্থাপনা আরও গতিশীল করতে ভূমিকা রাখবে। সরকারের লক্ষ্য হলো স্থানীয় দুধ উৎপাদন বৃদ্ধি, খামারিদের ন্যায্য দাম নিশ্চিত করা এবং ভোক্তাদের কাছে নিরাপদ দুধ পৌঁছে দেওয়া।

জানা যায়, ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩’ অনুযায়ী বোর্ডে ১৯ সদস্য বিশিষ্ট একটা পরিচালনা পর্ষদ থাকবে। প্রধান নির্বাহী থাকবেন। নিজস্ব তহবিল থাকবে। বোর্ডের চেয়ারম্যান হবেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী।

এ বোর্ডের মূল কাজ হচ্ছে- বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদিপশু লালন-পালন, চিকিৎসাসেবা প্রদান এবং মানসম্মত দুধ উৎপাদন ও বিপণন ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়া। এছাড়া ডেইরি ও ডেইরি পণ্যের গুণগত মান নির্ধারণ, টেকনিক্যাল সাপোর্ট দেওয়া, এই সেক্টর ডেভেলপমেন্টের জন্য পরামর্শ দেওয়া ও সাপোর্ট করা।

সারাবাংলা/আরএস

ডেইরি উন্নয়ন বোর্ড আইন কার্যকর বোর্ড গঠন

বিজ্ঞাপন

সেনাবাহিনীতে রদবদল
১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৯

আরো

সম্পর্কিত খবর