Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নার্সিংয়ে উচ্চমানের শিক্ষা-গবেষণার জন্য ৫৯ লাখ ডলার অনুদান দেবে কোইকা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ১৬:৪৩ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ ১৮:৩৩

রোববার রাজধানীর শেরেবাংলা নগরস্থ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কার্যালয়ে ইআরডি ও কোইকা’র মধ্যে চুক্তি সই – )ছবি : ইআরডি)

ঢাকা: দেশের নার্সিং পেশায় উচ্চমানের শিক্ষা ও গবেষণার জন্য ৫৯ লাখ ডলার অনুদান দেবে দক্ষিণ কোরিয়া সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা ‘কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’ (কোইকা)।

রোববার (৩১ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরস্থ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কার্যালয়ে ইআরডি ও কোইকা’র এ-সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।
চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি’র অতিরিক্ত সচিব ও অনুবিভাগ প্রধান (এশিয়া, জেইসি ও এফঅ্যান্ডএফ) মিনারা মাহরুক এবং দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে কোইকা’র কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম সই করেন।

ইআরডি জানায়, ‘এডুকেশন অ্যান্ড রিসার্চ ক্যাপাসিটি বিল্ডিং অব ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চ (নিয়ানের) অব বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ অনুদান দেবে কোইকা। এ লক্ষ্যে ‘রেকর্ড অব ডিসকাসন’ (আরওডি) এবং ‘টার্মস অব রেফারেন্স’ (টিওআর) সই করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ-এর আওতাধীন ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর’ প্রকল্পটি বাস্তবায়ন করবে।

বিজ্ঞাপন

ইআরডি জানায়, প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে- ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চ’ (নিয়ানের)-এ পিএইচডি প্রোগ্রাম এবং নার্সিং প্রশিক্ষণের মাধ্যমে উচ্চমানের নার্সিং ফ্যাকাল্টি প্রতিষ্ঠার জন্য একটি ভিত্তি স্থাপন করা। নার্সদের জন্য এ ধরনের পিএইচডি প্রোগ্রাম বাংলাদেশের ইতিহাসে প্রথম পদক্ষেপ।

সারাবাংলা/আরএস

অনুদান কোইকা নার্সিং পেশায় উচ্চমানের শিক্ষা ও গবেষণা