Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ‎

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ১৬:৩৯ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ ১৮:৩৪

নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

‎ঢাকা: দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ সাত হাজার ৫০৪ জন।

‎‎রোববার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

‎সচিব জানান, এক বছরে দ্বিতীয়বারের মতো হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

‎সম্পূরক তালিকায় মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ সাত হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ৪১ লাখ ৪৫৫ জন। নারী ভোটার ছয় কোটি ২২ লাখ পাঁচ হাজার ৮১৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার এক হাজার ২৩০ জন।

তিনি জানান, খসড়ায় নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গের মিলে ভোটার সংখ্যা আরো ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জনের উল্লেখ ছিল। এর সঙ্গে আরও যুক্ত হয়েছে এক লাখ ৩৭ হাজার ৬৪২ জন। সব মিলিয়ে ৪৭ লাখ আট হাজার ৮৫৮ জন ভোটার বেড়েছে।

সিনিয়র সচিব বলেন, ‘আরেকটা তালিকা আমরা করব ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর পূরণ করবে, তাদের নিয়ে।’

‎এর আগে, গত ১০ আগস্ট ৪৬ লাখের মতো ভোটারের খসড়া তালিকা প্রকাশ হয়। দাবি-আপত্তি সংশোধন শেষে আজ চূড়ান্ত তালিকা প্রকাশ হয়।

‎এদিকে সচিব জানান, যাদের বয়স ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ হবে, তারাও এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হবেন।

‎আগামী রোজার আগে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরইমধ্যে সাংবিধানিক সংস্থাটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএল/এসডব্লিউ

নির্বাচন কমিশন (ইসি) ভোটার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর