Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাশকতার মামলায় মির্জা ফখরুলকে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ১৭:১৩ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ ১৮:৩২

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সারাবাংলা

ঢাকা: পুলিশের দায়িত্ব পালনে বাধা-নাশকতাসহ হত্যাচেষ্টার অভিযোগে রমনা মডেল থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অব্যাহতি দিয়েছেন আদালত।

রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন।

মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, ২০১৩ সালের ২ মার্চ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৮ জনের বিরুদ্ধে মামলাটি করে পুলিশ। একই বছরে মির্জা ফখরুলসহ ২১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

এরপর মির্জা ফখরুলের বিরুদ্ধে করা মামলার অভিযোগ নিয়ে হাইকোর্টে যাওয়া হয়। পরে মির্জা ফখরুলের অভিযোগের অংশটুকু বাতিলের আদেশ দেন হাইকোর্ট। ওই আদেশ আমলে নিয়ে মামলার দায় থেকে তাকে আজ অব্যাহতি দিয়েছেন আদালত। তবে অন্যান্য আসামির বিরুদ্ধে বিচার চলবে বলেও জানান এই আইনজীবী।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর