Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ হাজার ৪৯ ভোটকেন্দ্র সংস্কারে প্রয়োজন ১১০ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ১৮:৩২ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ ২০:৪৬

ঢাকা: ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার অনুপযোগী ২ হাজার ৪৯টি ভোটকেন্দ্র সংস্কারে ১১০ কোটি টাকা প্রয়োজন হবে।

‎রোববার (৩১ আগস্ট) শিক্ষা প্রকৌশল অধিদফতর-এর প্রধান প্রকৌশলী মো. আলতাফ হোসেন-এর তৈরি করা এ-সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এর আগে নির্বাচন কমিশন (ইসি) থেকে ভোটকেন্দ্র সংস্কার করতে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন ১ হাজার ৪৯০টি শিক্ষা প্রতিষ্ঠান মেরামতে খরচ হবে ৩৩ কোটি ৭৮ লাখ টাকা। এছাড়া ৫৫৯টি প্রতিষ্ঠানে সীমানা প্রাচীর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৭৬ কোটি ৪৮ লাখ টাকা।

‎এরই মধ্যে শিক্ষা সচিবকে এই অর্থ বরাদ্দ দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদফতর। একই সঙ্গে ওই চিঠির অনুলিপি নির্বাচন কমিশনকেও দেওয়া হয়েছে।

‎উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ কোটি ৩৭ লাখ ৪০ হাজার ৩৭৪ জন ভোটারের জন্য ৪২ হাজার ১৪৮টি ভোটকেন্দ্র ব্যবহৃত হয়েছে।

‎আর আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা জানতে অপেক্ষা করতে হবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত। এদিন, খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর দাবি/আপত্তি গ্রহণ শেষে ২০ অক্টোবর সম্ভাব্য চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/আরএস

২০৪৯টি ভোটকেন্দ্র সংস্কার নির্বাচন কমিশন শিক্ষা প্রকৌশল অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর