কুমিল্লা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। চবি শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিয়েছেন কুবি শিক্ষার্থীরা।
সমাবেশে ‘ধিক্কার ধিক্কার, ইন্টেরিম ধিক্কার; চবিতে হামলা কেন, ইন্টেরিম জবাব দে; চবিতে যখন হামলা করে‚ ইন্টেরিম কী করে, সন্ত্রাসীদের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’—ইত্যাদি স্লোগান দিয়েছেন শিক্ষার্থীরা।
ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন‚‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতে হামলা হয়েছে। আমরা প্রশ্ন করতে চাই ইন্টেরিমকে, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন, পুলিশ আছে। এতগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকতে সস্ত্রাসীরা কীভাবে মাথাচারা দিয়ে উঠে। এই যে জলপাই কালারের পোষাকধারী সেনাবাহিনী টহল দিয়ে বেড়ায়‚অথচ তারা আমাদের নিরাপত্তা দিতে পারে না। তাহলে তাদের কী রাইট আছে এভাবে টহল দেওয়ার। আমরা এ প্রশাসনকে ধিক্কার জানাই, এই এরকম একটা প্রশাসন তারা কী করে বেড়ায়। তারা ওই দিন নূর ভাইয়ের উপর হামলা করেছে‚কিন্তু আজকে আমাদের নিরাপত্তা দিতে পারছে না।’
প্রসঙ্গত, শনিবার (৩০ আগস্ট) মধ্যরাতে চবির কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলা করে এলাকার লোকজন। এ ঘটনার জের ধরে রোববার সকাল থেকে সংঘর্ষের সূত্রপাত ঘটলে দফায় দফায় চবি শিক্ষার্থীদের ওপর হামলা করে এলাকাবাসী। এতে আনুমানিক ৭০ জন শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন।