Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় মা-মেয়ের মরদেহ উদ্ধার, ছেলে-পুত্রবধূ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ২০:২৫ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪০

কুমিল্লা: কুমিল্লায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে শাহীন ও তার স্ত্রী লাকি আক্তারকে আটক করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) বিকেলে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রামনগর এলাকার আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম (৭০)। ও তার মেয়ে স্বামী পরিত্যাক্তা শিল্পী আক্তার (৪০)।

স্থানীয় পুলিশ ও এলাকাবাসী জানান, লুৎফা বেগম ও তার মেয়ে শিল্পী আক্তারের সঙ্গে শাহীনের স্ত্রী লাকি আক্তারের দীর্ঘদিনের পারিবারিক কলহ চলছিল। কলহের জের ধরে শনিবার তাদের মধ্যে আবারও বাকবিতণ্ডা হয়।

বিজ্ঞাপন

রোববার দুপুরে স্থানীয়রা লুৎফা বেগম ও শিল্পী আক্তারের মৃত্যুর খবর পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইফুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদনে নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত লুৎফা বেগমের ছেলে শাহীন ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত বলা যাবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/এসআর

আটক কুমিল্লা মরদেহ উদ্ধার মা-মেয়ের মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর