Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ২২:৪৬ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩৬

ময়মনসিংহ: কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বহিরাগতদের হামলার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া, শিক্ষার্থীদের আগামীকাল (১ সেপ্টেম্বর) সকাল ৯ টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯ টায় অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান।

অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে কোনোমতেই বিশ্ববিদ্যালয় খোলা রাখা ঠিক হবে না। সিন্ডিকেট সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকৃবি প্রশাসন স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্ব দিয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

অনির্দিষ্টকাল ঘোষণা বন্‌ধ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর