Wednesday 03 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারের ভুল থাকতে পারে, কিন্তু ব্যর্থ হতে দেব না : রাশেদ খাঁন

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ২৩:৫৩ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১৯

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন

ঢাকা: অন্তর্বর্তী সরকারের ভুল থাকতে পারে, তবে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। তিনি বলেন, “আমরা নির্বাচনের বিরুদ্ধে নই, নির্বাচন বানচালও হতে দেব না। ঐক্যমতের ভিত্তিতে সংস্কার ও বিচারের সঠিক গতিপথ তৈরির মাধ্যমে দেশে নির্বাচন হতে হবে।”

রোববার (৩১ আগস্ট) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও ষষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, “আমাদের ওপর হামলার বিচার না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটবে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই এই বিচার প্রয়োজন। সেনাবাহিনী ও পুলিশের কিছু সদস্যের ভূমিকার কারণে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। দোষীদের বিচারের মাধ্যমে সেই ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘একটি রাজনৈতিক দলের প্রধান নেতার ওপর হামলা এবং দলীয় কার্যালয়ে ঢুকে নেতাকর্মীদের আহত করা কোনো ছোট ঘটনা নয়। এই ঘটনার প্রতিকার না হলে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি ঘটবে।’

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জানান, তাদের রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসর দলগুলোর নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। তিনি বলেন, “ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচন হতে দেওয়া যাবে না। তাদের সুযোগ দিলে দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে।”

অনুষ্ঠানে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মনজুর মোরশেদ মামুন বলেন, ‘দেশের ক্রান্তিলগ্নে যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা জীবন বাজি রেখে লড়াই করেছিলেন বলেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে।’

এ সময় নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর সেনাবাহিনী ও পুলিশের হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়। বক্তারা দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, জাতীয় যুব শক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম, এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাতাতুল্লাহ টুটুলসহ বিভিন্ন যুব সংগঠনের নেতারা।

সারাবাংলা/এফএন/এসআর

অন্তর্বর্তী সরকার গণঅধিকার পরিষদ রাশেদ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর