Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮ রাজনৈতিক দলের সঙ্গে কাল বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন

স্টাফ করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ০০:১১ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১৮

ঢাকা : জাতীয় ঐকমত্য কমিশন আগামীকাল সোমবার ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে তৃতীয় ধাপের সংলাপে বসবে। জুলাই সনদের বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য। জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিকেল ৩টায় এই বৈঠক শুরু হবে, তবে এতে সংবাদমাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়নি।

কমিশন সূত্র থেকে জানা গেছে, ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক মুভমেন্ট, জাতীয়তাবাদী সমমনা জোট এবং বাসদ মার্ক্সবাদী দলের শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, বৈঠকটি একটি ‘অনানুষ্ঠানিক’ আলোচনা। এটি কমিশনের আইন বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান ধারাবাহিক সংলাপেরই একটি অংশ।

বিজ্ঞাপন

২০১৫ সালের ২০ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত কমিশন ইতিমধ্যেই ৩০টির বেশি রাজনৈতিক দলের সঙ্গে দুই দফায় সংলাপ সম্পন্ন করেছে। ১৬ আগস্ট কমিশন জুলাই জাতীয় সনদ ২০২৫-এর খসড়া উপস্থাপন করেছিল, যেখানে ৮৪টি দল-সমর্থিত সংস্কার প্রস্তাব এবং একটি অঙ্গীকারনামা অন্তর্ভুক্ত ছিল।

জুলাই সনদের খসড়া নিয়ে ২৯টি দল মতামত দিয়েছে। এসময় অনেকেই খসড়ার ভূমিকা ও অঙ্গীকারনামার গুরুত্বপূর্ণ বিষয়ের সমালোচনা করেছেন। এছাড়া, কয়েকটি দল সনদের টেকসই বাস্তবায়নের জন্য আইনি কাঠামো তৈরির জোর দাবি জানিয়েছে।

কমিশন চূড়ান্ত খসড়া তৈরির জন্য আইন উপদেষ্টা ও অ্যাটর্নি জেনারেলের সঙ্গে একাধিক বৈঠক করেছে। বিশেষজ্ঞরা সনদ গ্রহণের জন্য ভিন্ন ভিন্ন বিকল্প প্রস্তাব দিয়েছেন, যার মধ্যে রয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজন অথবা একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারি।

এই বৈঠকের পর কমিশন রাজনৈতিক দলগুলোর মতামত বিশ্লেষণ করে চূড়ান্ত জুলাই সনদ প্রস্তুত করবে।

সারাবাংলা/এফএন/এসআর

ঐকমত্য কমিশন জুলাই সনদ বৈঠক রাজনৈতিক দল

বিজ্ঞাপন

আজ বায়ুদূষণে ঢাকার অবস্থান চতুর্থ
১ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৮

৪ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস
১ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৯

আরো

সম্পর্কিত খবর