Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচন ছাড়া কেউ বিকল্প ভাবলে তা হবে জাতির জন্য বিপদজনক’

স্পেশাল করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ০০:১৮ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১৭

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা: নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। নির্বাচন নিয়ে কেউ বিকল্প ভাবলে তা জাতির জন্য গভীর বিপজ্জনক হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (৩১ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার বরাতে এ তথ্য জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়।

শফিকুল আলম বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন, নির্বাচন সেই সময়ের মধ্যে হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সব রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বৈঠকের মাঝে ঐকমত্য কমিশনের প্রধান আলী রীয়াজ জুলাই সনদ নিয়ে অগ্রগতি জানিয়েছেন।’

আসন্ন পূজা নিয়ে প্রেস সচিব বলেন, ‘দুর্গাপূজা ঘিরে কোনো অস্থিতিশীল পরিবেশ যাতে কেউ সৃষ্টি না করতে পারে, সেজন্য রাজনৈতিক দলগুলোর সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা।’

জাতীয় পার্টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনেছেন প্রধান উপদেষ্টা।’

সারাবাংলা/জিএস/পিটিএম

ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন প্রধান উপদেষ্টা বিকল্প

বিজ্ঞাপন

৪ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস
১ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৯

আরো

সম্পর্কিত খবর