লা লিগার প্রথম দুই ম্যাচে দারুণ জয় পেয়েছিলেন তারা। টানা তিন জয়ে শীর্ষস্থান ফিরে পাওয়ার সুযোগ ছিল বার্সেলোনার। তবে রায়ো ভায়োকানোর মাঠে বড় একটা হোঁচট খেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এগিয়ে গিয়েও রায়োর সঙ্গে ১-১ গোলে ড্র করে শীর্ষে ফেরা হলো না ফ্লিকের দলের।
ভালেকাস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই রায়ো রক্ষণভাগ হতাশ করেছে সফরকারীদের। বিশেষ করে গোলরক্ষক বাতালা একের পর এক দুর্দান্ত সেভে বার্সাকে এগিয়ে যেতে দেননি।
ম্যাচের ৪০তম মিনিটে বিতর্কিত এক পেনাল্টি পায় বার্সা। বক্সের ভেতর লামিন ইয়ামালকে ফাউল করা হলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। তবে ভিএআর কার্যকর না থাকায় রেফারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার কোনো উপায় ছিল না।
পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন ইয়ামাল। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।
দ্বিতীয়ার্ধে অবশ্য দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে রায়ো। ৬৭ মিনিটে পালাজোনের অ্যাসিস্টে ক্লাবের হয়ে নিজের প্রথম গোল করেন ফ্রান পেরেজ।
ম্যাচে এরপর আর এগিয়ে যেতে পারেনি কোনো দলই। ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় বার্সাকে। এই ড্রয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে নেমে গেছে বার্সা। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল।