ঢাকা: পৃথক সার্ভিস কমিশন গঠন নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দীর্ঘদিনের দাবি। আর এ বিষয়ে আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
রোববার (৩১ আগস্ট) রাতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন উপজেলা, থানা, সমমান অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ আশফাকুর রহমান।
এর আগে, বিকেলে অনুষ্ঠিত ওই বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘আমরা আমাদের দাবি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার স্যারের সঙ্গে দেখা করেছি। যেহেতু নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সুস্পষ্ট ও অগ্রাধিকারভুক্ত সুপারিশ এবং নির্বাচন কমিশনের অনুমোদন রয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনের মর্যাদার সঙ্গে জড়িত। সেহেতু সিইসি’র আশ্বাসের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের সব স্তরের কর্মকর্তা মনে করেন বিষয়টি বাস্তবায়িত হবে।’
শনিবার (৩০ আগস্ট) সাধারণ সভা শেষে অ্যাসোসিয়েশন দাবি বাস্তবায়নে ১৫ দিনের আল্টিমেটাম দেওয়া হয়। এর পরদিনই সিইসির সঙ্গে বৈঠকে তারা পৃথক সার্ভিস কমিশন গঠনে আশ্বাস পেলেন উপজেলা, থানা, সমমান অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।
ইসি কর্মকর্তাদের পৃথক সার্ভিস কমিশন গঠনে সিইসির আশ্বাস
স্টাফ করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩৪ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৮
১ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩৪ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৮
সারাবাংলা/এনএল/এসডব্লিউ