Thursday 04 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসিইউ থেকে কেবিনে শিফট করা হয়েছে নুরকে

স্টাফ করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪১ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৪

নুরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে আজ।

ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আইসিইউ থেকে নুরুল হক নুরকে কেবিনে স্থানান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

পরিচালক বলেন, ‘নুরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বিভাগীয় প্রধানরা তাকে সার্বক্ষণিক দেখছেন। নুরের নাকের হাড় ও চোয়ালের হাড় পুরোপুরি ঠিক হওয়ার জন্য চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। আর চোখের মধ্যে যে রক্তজমাট হয়েছে, সেটা ঠিক হতে এক থেকে দুই সপ্তাহ লাগতে পারে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘নুরকে নরমাল খাবার খেতে বলা হয়েছে৷ তবে, তিনি খাবার খাওয়ার সময় ব্যাথা পাচ্ছেন বলে জানাচ্ছেন। এটি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এ ছাড়া আঘাতের পর তার নাক থেকে যে রক্তক্ষরণ হয়েছে তার কিছু অংশ শ্বাসনালীতে চলে গিয়েছিল। গতকাল কাশির সঙ্গে দুইবার সেই রক্ত এসেছে। তবে এতে চিন্তার কিছু নেই। তার বোর্ডের চিকিৎসকদের সিদ্ধান্ত মোতাবেক তাকে আইসিইউ থেকে আজ কেবিনে স্থানান্তর করা হয়েছে।’

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ

নুরুল হক নুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর