Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৩২ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৮

ফল প্রকাশের পর উত্তীর্ণদের ফুল দিয়ে বরণ করেন পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম।

জামালপুর: জামালপুরে কোনো ধরনের ঘুষ-দুর্নীতি ছাড়াই মাত্র ১২০ টাকা খরচে শারীরিক ও মেধাগত যোগ্যতার ভিত্তিতে ৩২ জনকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ দেwয়া হয়েছে।

রোববার (৩১ আগস্ট) দুপুরে জামালপুর জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত অনুষ্ঠানে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম। ফল প্রকাশের পর উত্তীর্ণদের ফুল দিয়ে বরণ করে নেন এসপি।

কনস্টেবল পদে নিয়োগ পাওয়া হাফেজ মো. রুহেল মিয়া বলেন, মাত্র ১২০ টাকা খরচে চাকরি পেয়ে সত্যি আমরা মহাখুশি। চাকরি পেয়ে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহর শোকরিয়া আদায় করেছি।

নিয়োগ প্রাপ্তদেরকে পুলিশ সুপার ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন চাকরিতে ভবিষ্যৎ পুলিশ কনস্টেবল ও তাদের অভিভাবকরা।

বিজ্ঞাপন

জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, এবার জামালপুরের তিন হাজার ৩২১ জন আবেদন করেন। এরমধ্যে তিনজন নারীসহ ৩২ জন চাকরি পেয়েছেন। অপেক্ষমাণ তালিকায় রয়েছেন আরও ছয় জন। উত্তীর্ণ সবাইকে প্রশিক্ষণ শেষে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশে কাজ করার আহ্বান জানান পুলিশ সুপার।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর