Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়েট দিবস আজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৮

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (১ সেপ্টেম্বর)।

খুলনা শহর থেকে প্রায় ১২ কি.মি উত্তরে খুলনা-যশোর মহাসড়কের পাশেই ফুলবাড়িগেট এলাকায় ১০১ একর এলাকা নিয়ে মনোরম পরিবেশে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। প্রতিষ্ঠানটি ১৯৬৭ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হলেও ১৯৭৪ সালে শিক্ষা কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে, ১৯৮৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি (বিআইটি) এবং ২০০৩ সালের ১ সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রীতি সমাবেশ, সকাল ৯টা ৪৫ মিনিটে পতাকা উত্তোলন ও বিশ্ববিদ্যালয় দিবস উদ্বোধন, সকাল ১০টা ৫ মিনিটে আনন্দ র‌্যালি (প্রশাসনিক ভবন হতে শুরু হয়ে ফুলবাড়িগেট পুলিশ বক্স হয়ে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম পর্যন্ত), সকাল ১০টা ৪৫ মিনিটে অডিটরিয়ামে কুয়েটের অর্জনঃ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ-প্রেজেন্টেশন, সকাল ১১টা ১৫ মিনিটে আলোচনা সভা, দুপুর ১২টা ৩০ মিনিটে বৃক্ষ রোপন কর্মসূচি ও মাছের পোনা অবমুক্তকরণ, দুপুর ৩টায় দর্শনার্থীদের জন্য বিভিন্ন।বিভাগের ল্যাব সমূহ উন্মুক্তকরণ, বিকাল সাড়ে ৪টায় প্রীতি ফুটবল ম্যাচ (শিক্ষক-কর্মকর্তা বনাম ছাত্র), বিকাল ৫টায় বাদ আছর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহ্ফিল, সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজউক ও প্রেসিডেন্ট, আইইবি ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী।

বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী। তিনি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করে বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উদ্যাপনে গৃহীত সকল কর্মসূচিতে স্বতঃস্ফুর্তভাবে সকলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

সারাবাংলা/এসডব্লিউ

কুয়েট প্রতিষ্ঠাবার্ষিকী

বিজ্ঞাপন

কুয়েট দিবস আজ
১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৮

আরো

সম্পর্কিত খবর