Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জীববৈচিত্র্য রক্ষায় ৩ মাস বন্ধের পর উন্মুক্ত হয়েছে সুন্দরবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১০

পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছে সুন্দরবন।

সাতক্ষীরা: জীববৈচিত্র্য রক্ষায় তিন মাস বন্ধের পরে আজ উন্মুক্ত হয়েছে সুন্দরবন।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে বনে প্রবেশ শুরু করেছেন জেলেরা আর পর্যটকদের অপেক্ষায় রয়েছেন ট্যুরিস্ট গাইডরা।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়, বনের জীববৈচিত্র্য রক্ষায় জুন, জুলাই ও আগস্ট তিন মাস সুন্দরবনে সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। গত বছর সুন্দরবনে বনজীবী প্রবেশ করেছিল ৭০ হাজারের বেশি। দেশী পর্যটক গিয়েছিল ৪৫ হাজার ১৩৮ জন, বিদেশি ৭০ জন এবং তীর্থযাত্রী ৪০১ জন। এতে রাজস্ব আদায় হয়েছিল ২৭ লাখ টাকা।

বন বিভাগের তথ্যমতে, সুন্দরবনে রয়েছে ৩৩৪ প্রজাতির উদ্ভিদ, ১৬৫ প্রজাতির শৈবাল ও ১৩ প্রজাতির অর্কিড। সুন্দরবনে প্রায় ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণী এদের মধ্যে ৪২ প্রজাতির স্তন্যপায়ী, ৩৫ প্রজাতির উভচর।

বিজ্ঞাপন

এ বনের বড় বন্যপ্রাণী রয়েল বেঙ্গল টাইগার সংখ্যা ১২৫টি (সর্বশেষ জরিপ ২০২৪ অনুযায়ী)সর্বশেষ ২০২৩ সালের জরিপ অনুযায়ী এরপরে আছে হরিণ (চিত্রা হরিণ) প্রায় দুই লাখ, কুমির ১৫০ থেকে ২১০টি, ইরাবতী ডলফিন ৪৫০ টির বেশি, শুশুক আছে ২২৫টির বেশি, বানর আছে ১,৫২,৪৪৪টি, বন্য শুকর ৪৭,৫১৫টি, গুইসাপ ২৫,১২৪টি, সজারু আছে ১২,১২৪টি।

সুন্দরবনে বসবাসকারী ৩০০ প্রজাতির পাখির অধিকাংশই স্থানীয় বা আবাসিক। এর মধ্যে উল্লেখযোগ্য হল মাছরাঙ্গা, ঈগল, বক, বাজ, মদনটাক, কাঠঠোকরা,চিল, ভীমরাজ, পেঁচা, মাস্কড ফিনফুট, ইত্যাদি। এখানে অন্যতম বিপন্ন পাখি হচ্ছে মাস্টকট ফিনফুট( বর্তমানে এর সংখ্যা ২০০ থেকে ২৫০টির মত)। সুন্দরবনের মৎস্য সম্পদের মধ্যে রয়েছে ২১০ প্রজাতির সাদা মাছ, ২৪ প্রজাতির চিংড়ি, ১৩ প্রজাতির কাঁকড়া এবং ৪২ প্রজাতির শামুক ঝিনুক।

উপকূলের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা গেছে, বনজীবীরা এরইমধ্যে তাদের জাল, দড়ি ও নৌকা গুছিয়ে নিয়েছেন। অনুমতিপত্র পেলেই মাছ ও কাঁকড়া ধরতে ঢুকবেন সুন্দরবনে।

গাবুরা ইউনিয়নের বনজীবী সাইফুল ইসলাম বলেন, ‘গত তিন মাস খুব কষ্টে কেটেছিল। সুন্দরবন বন্ধ থাকলে আমাদের আয় রোজগারের পথও বন্ধ থাকে। সুন্দরবন উন্মুক্ত হওয়ায় আমরা সবাই খুশি।’

ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কারও কোনো অসুবিধা হলেই যোগাযোগের করা হচ্ছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. ফজলুল হক বলেন, ‘বনজীবীদের নিরপত্তায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রেঞ্জ এলাকার মধ্যে পর্যটন স্পটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বন বিভাগসহ নৌপুলিশ, কোস্টগার্ড, বিজিবি এবং স্মার্ট টিম তৎপর থাকবে।’

সারাবাংলা/এসডব্লিউ

জীববৈচিত্র্য সুন্দরবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর