Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় পারিবারিক কলহের জেরে শ্বশুরকে খুন, পুত্রবধু আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৩ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৭

নিহতের স্বজনদের আহাজারি।

পাবনা: জেলার সাঁথিয়ায় পারিবারিক বাগবিতন্ডার জেরে শ্বশুর মোজাম্মেল শেখকে (৭০) কুপিয়ে হত্যা করেছে তার পুত্রবধূ রুমি খাতুন।

রোববার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীরা মোজাম্মেল শেখ আহত অবস্থায় উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপরে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজে নেওয়ার পথেই রাত ৩টার দিকে মারা যান তিনি।

নিহত মোজাম্মেল শেখ সাঁথিয়া পৌরসভার দক্ষিণ বোয়াইলমারী কলেজপাড়া মহল্লার মৃত মইনুদ্দিনের ছেলে।

জানা যায়, নাতির ফুচকা খাওয়ার টাকা নিয়ে শ্বশুর মোজাম্মেলের সঙ্গে পুত্রবধূ রুমি খাতুনের বাগবিতণ্ডা হলে একপর্যায়ে ঘরে থাকা ধারালো বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় রুমি। পরে এলাকাবাসী মোজাম্মেলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বিজ্ঞাপন

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে নিহতের পুত্রবধূ রুমি খাতুনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এসডব্লিউ

পুত্রবধু আটক শ্বশুরকে হত্যা

বিজ্ঞাপন

সেনাবাহিনীতে রদবদল
১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৯

আরো

সম্পর্কিত খবর