Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘টুপিওয়ালা আর বাচ্চাদের দল চায় না একটা নির্বাচন হোক’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৪ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৫

নীলফামারী জেলা বিএনপির সমাবেশে শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

নীলফামারী: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, “আজকে ওই টুপিওয়ালা আর বাচ্চাদের দল চায় না একটি নির্বাচন হোক। কিন্তু গণতন্ত্রে ফিরতে হলে একমাত্র উপায় হচ্ছে একটি স্বাধীন ও স্বচ্ছ গণতান্ত্রিক নির্বাচন।”

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নীলফামারী জেলা বিএনপির আয়োজনে জেলা শহরের পিটিআই মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক সভাপতিত্বে এবং সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল এর সঞ্চালনার প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

বিজ্ঞাপন

নীলফামারী জেলা বিএনপির সমাবেশ।

ইঞ্জিনিয়ার তুহিন বলেন, “যখন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে যেতে চাই, তখন একটি দল এবং সরকারের কিছু অংশ মিলে বিভ্রম সৃষ্টি করছে। তারা জানে নির্বাচনে গেলে আর ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই। তাই নানা ফর্মুলা দিচ্ছে, নির্বাচন ঠেকানোর পাঁয়তারা করছে, পিআর পদ্ধতির কথা বলছে। কিন্তু আমাদের সংবিধানে এমন কোনো পদ্ধতি নেই।”

তিনি আরও দাবি করেন, “বর্তমান সময়ে বলা হচ্ছে দেশের ৮০ শতাংশ মানুষ নাকি পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। অথচ আমি মনে করি দেশের ৯০ শতাংশ মানুষই এই পদ্ধতি সম্পর্কে জানে না। এসব প্রস্তাব দিচ্ছে তারা, যারা ক্ষমতার বাইরে থেকেও সরকারের মাধ্যমে ক্ষমতা ভোগ করছে। গণতন্ত্রে টিকে থাকতে হলে একটি স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।”

সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

সারাবাংলা/এসডব্লিউ

ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নীলফামারী জেলা বিএনপি সমাবেশ

বিজ্ঞাপন

সেনাবাহিনীতে রদবদল
১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৯

আরো

সম্পর্কিত খবর