Wednesday 03 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কী সংস্কার হবে, কীভাবে হবে- সেটা এখনো আমরা জানি না: রেহমান সোবহান

স্পেশাল করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৫ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৮

সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশ রিফর্ম ওয়াচ’-এর সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক রেহমান সোবহান – (ছবি : সংগৃহীত)

ঢাকা: বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষণা সংস্থা ‘সেন্টার ফর পলিসি ডায়ালগ’ (সিপিডি)-এর চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, অন্তর্বর্তী সরকারের আর মাত্র ছয় মাস বাকি। এখনো প্রক্রিয়া শেষ না করলে সংস্কার কীভাবে বাস্তবায়িত হবে?

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও দেশে সংস্কারের গ্রহণযোগ্য পদ্ধতি তৈরি হয়নি। কোনো একটি লিখিত কাগজে ৩০টি দল সই করে দিলেই তো আর সংস্কার হয় না। এসব বাস্তবায়নের জন্য নির্বাহী আদেশ লাগে, অধ্যাদেশ লাগে, নির্দিষ্ট বাজেট লাগে। কিছু কিছু দল বলছে, সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না। কিন্তু কী কী সংস্কার হবে, কীভাবে হবে- সেটা এখনো আমরা জানি না।

বিজ্ঞাপন

সোমবার (০১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশ রিফর্ম ওয়াচ’-এর সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রেহমান সোবহান এসব কথা বলেন। নাগরিক প্ল্যাটফর্ম এর আহ্বায়ক ও সিপিডি’র সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অধ্যাপক রেহমান সোবহান বলেন, সংসদে বিশদ আলোচনার মাধ্যমে সংস্কার কার্যক্রম পাস হওয়ার কথা। কিন্তু এত বছরেও সেই সংস্কৃতি চালু হয়নি। নাগরিক সমাজের কাজ শুধু কাগজপত্র তৈরি করা নয়। তাদের প্রতিনিয়ত প্রশ্ন তোলা উচিত ছিল, কিন্তু সেই দায়িত্ব তারা পালন করেন নি। কিন্তু এখন কি আমরা একত্র হয়ে প্রাতিষ্ঠানিকভাবে কাজ করতে পারি?

সুশীল সমাজের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সুশীল সমাজ যদি শুধু সেমিনার আয়োজন ছেড়ে আরেকটু এগিয়ে আসে, তাহলে তা মানুষের জন্য বেশি কাজে লাগবে।

সারাবাংলা/আরএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর