Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক প্রাণহানিতে জামায়াতের শোক

স্টাফ করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০১ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৫

ঢাকা: আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে শত শত মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ৩১ আগস্ট দিবাগত রাতে আফগানিস্তানের দুটি দুর্গম প্রদেশে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। মুহূর্তের মধ্যেই হাজারো মানুষের স্বপ্ন ও আশ্রয় ভেঙে যায়। এখন পর্যন্ত পাওয়া তথ্যে ৬২২ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, শত শত মানুষ আহত এবং বহু পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।

তিনি বলেন, ‘যেসব মা তাদের সন্তানকে হারিয়েছেন, যেসব শিশু পিতৃহীন হয়েছে, যেসব পরিবার প্রিয়জন ও আশ্রয় হারিয়ে আজ ভেঙে পড়েছে, তাদের বেদনা ভাষায় প্রকাশের অতীত। এ শোক শুধু আফগানিস্তানের নয়, এ শোক সমগ্র মানবতার শোক। বাংলাদেশের জনগণও এই দুঃসময় আফগান ভাই-বোনদের পাশে রয়েছে।’

বিজ্ঞাপন

জামায়াতের সেক্রেটারি জেনারেল নিহতদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। একইসাথে তিনি প্রার্থনা করেন, মহান আল্লাহ যেন আফগান জনগণকে এই কঠিন বিপর্যয় ধৈর্য ও সাহসের সাথে অতিক্রম করার শক্তি দান করেন।

উল্লেখ্য, আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে রোববার (৩১ আগস্ট) স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে পাকিস্তান সীমান্তঘেঁষা কুনার প্রদেশে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৮০০ জনে। আহত হয়েছেন দুই হাজার ৮০০ জনেরও বেশি মানুষ।

বিজ্ঞাপন

বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি
২০ অক্টোবর ২০২৫ ১০:৫৩

বুয়েটে বিভিন্ন পদে চাকরি
২০ অক্টোবর ২০২৫ ১০:৫০

শ্যামাপূজা ও দীপাবলি আজ
২০ অক্টোবর ২০২৫ ১০:৪৩

ঢাকায় আকাশ মেঘলা থাকতে পারে
২০ অক্টোবর ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর