Wednesday 03 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে নৌ ও বিমানবাহিনীকে কাজে লাগানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৩ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৫

সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: সংগৃহীত

সিলেট: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীকে কাজে লাগানো হবে।’

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভোটকেন্দ্রে আনসারের ভূমিকা সবচেয়ে বেশি। কেন্দ্রে আনসার সদস্য বাড়ানো হবে। সেনাবাহিনী মোবাইল ডিউটিতে থাকবে। এছাড়া নৌবাহিনী ও বিমান বাহিনী ও এপিবিএন দায়িত্বে থাকবে।

সিলেটের সাদাপাথর লুট সংক্রান্ত দুদকের প্রতিবেদন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি বলেন, দুদকও সরকারি একটি প্রতিষ্ঠান, তাদের প্রদত্ত প্রতিবেদনটি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেদন সত্য হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর অসত্য হলে দুদকের সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ, বিপ্লব কুমার সরকারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরই মধ্যে চার হাজার পুলিশের একটি ব্যাচ প্রশিক্ষণ সম্পন্ন করেছে। নতুন একটি ব্যাচ প্রশিক্ষণ নিচ্ছে। আরেকটি ব্যাচ প্রশিক্ষণ নেবে। পুলিশসহ অন্যান্য বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হবে। সাত সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইনে সেটি শুরু হবে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক উল্লেখ করে বলেন, এ ঘটনা সরকার তদন্ত করে খতিয়ে দেখছে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিষয়গুলো শিক্ষকরা খুবই যোগ্য, উনারা তাদের সমস্যা গুলো ছাত্র শিক্ষক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপর রয়েছে সরকার।

এ ব্যাপারে কেউ তথ্য দিলে তাকে পুরস্কৃত করা হবে। সীমান্ত এলাকা থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে বলেও এসময় তিনি জানান।

সিলেটের সাদাপাথর লুট প্রসঙ্গে তিনি বলেন, লুটের ঘটনায় মন্ত্রী পরিষদ বিভাগের তদন্ত কমিটি সময় বাড়িয়েছে। বিষয়টি খনিজ সম্পদ অধিদফতর দেখাশোনা করছে। লুটে দায়ীরা শাস্তির আওতায় আসবে।

এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা সিলেটে বিজিবি সেক্টর হেডকোয়াটার্স পরিদর্শন করেন। দুপুরে তিনি প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এসময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সারাবাংলা/এসএস

নির্বাচন নৌ বিমানবাহিনী স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর