চুয়াডাঙ্গা: মাগুরার সাবেক এমপি সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান হিশামকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।
সোমবার (১ সেপ্টেম্বর) তাকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়। আশরাফুজ্জামান হিশাম মাগুরা পৌর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, গ্রেফতার হিশামকে মাগুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে মাগুরা ও ঢাকায় একাধিক মামলা রয়েছে।