Friday 17 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি-বাকৃবি-রাবিতে হামলা, ইবি ছাত্রদলের বিক্ষোভ

ইবি করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৫

বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

কুষ্টিয়া: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের সন্ত্রাসী হামলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের ওপর গুপ্ত সংগঠনের হামলা দাবি করে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম এবং সদস্য রাফিজ ও নুর উদ্দিনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মিছিলে তারা ‘লুঙ্গির নিচে রাজাকার, লুঙ্গির মালিক স্বৈরাচার’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘চবিতে হামলা কেন, ইন্টেরিম জবাব দে’, ‘বাকৃবিতে হামলা কেন, ইন্টেরিম জবাব দে’, ‘রাবিতে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’ এবং ‘গণতন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগান দেয়।

সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা এবং রাকসুতে নবীন শিক্ষার্থীদের ভোটাধিকারের দাবিতে ছাত্রদলের আন্দোলনে গুপ্তরা সাধারণ শিক্ষার্থীর বেশ ধরে হামলা করেছে। চবি, বাকৃবি ও রাবি প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় আমরা তাদের পদত্যাগ দাবি করছি। এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে আমার ভাই সাজিদ হত্যার খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর