সারাবাংলা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে দিনটি সারাদেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা ও শোভাযাত্রা।
১৯৭৮ সালের এই দিনে বিএনপি গঠন করেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি ছিলেন দলের প্রথম চেয়ারম্যান।
সারাবাংলার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো প্রতিবেদনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী—
পাবনা: এদিন দুপুরে জেলা বিএনপির আয়োজনে শহীদ রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারসহ জেলা উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।
নরসিংদী: জেলায় সকালে মনোহরদী বাসস্ট্যান্ড থেকে বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা কর্নেল জয়নুল আবেদীনের নেতৃত্বে এক আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়নুল আবেদীন।
শুকুন্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গনি ফরাজি’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফেরদৌস আহমেদ খোকন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাকির হোসেন, মনোহরদী উপজেলা বিএনপির নেতা আজহারুল ইসলাম আজহার, পৌর বিএনপির নেতা সিরাজুল হক, সাবেক চেয়ারম্যান, পৌরসভা বিএনপি নেতা অহিদুজ্জামান, তোফাজ্জল, বেলাব উপজেলার বিএনপি নেতা শেখ মাসুদ রানা, নয়ন ভুইয়া, মনোহরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম ও যুবদল নেতা আকরাম হোসেন রুমিসহ উপজেলার প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীরা।
সুনামগঞ্জ: জেলায় দুপুরে জেলা বিএনপির আয়োজনে পৌর শহরের পুরাতন বাসস্টেশন এলাকার বিএনপির কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ার পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
পরে সমাবেশে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন।
এ ছাড়াও বক্তব্য দেন জেলা বিএনপি নেতা অ্যাড. আব্দুল হক, কয়ছর আহমেদ, মিজানুর রহমান মিজান প্রমুখ।
রাজবাড়ী: এদিন বিকেলে রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে দলটির কার্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আজাদী ময়দানে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টুর সঞ্চালনায় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু ও সদস্য সচিব অ্যাড. কামরুল আলম বক্তব্য দেন।
এ সময় সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম খান, যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা কৃষকদলের সদস্য সচিব এ কে এম সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, বর্তমান কমিটির আহ্বায়ক আব্দুল মালেক খান, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জি. আমিনুল ইসলাম ঝন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান প্রমুখ।
এর আগে সকালে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
নওগাঁ: জেলায় দুপুরে শহরের নওজোয়ান মাঠ থেকে জেলা বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয় কেড়ির মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান ডাবলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা, খায়রুল আলম গোল্ডেন, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, পৌর বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ঠাকুরগাঁও: এদিন দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের সভাপতিত্বে জেলা বিএনপির নিজস্ব কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে এক বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিজস্ব কার্যালয়ে সামনে এসে শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা জিয়ার আদর্শের এই দলে আগত নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা বিএনপি’র বিভিন্ন অংগ সংগঠনের নেতারা।
এ ছাড়াও এ উপলক্ষ্যে জিয়া স্মৃতি পাঠাগারে প্রামাণ্য চিত্র প্রর্দশনীর আয়োজন করা হয়।
কুড়িগ্রাম: জেলায় দুপুরে কুড়িগ্রাম দলীয় কার্যালয় হতে আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পথসভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা মহিলা দলের সভানেত্রী রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা আক্তার মিলি, জেলা যুবদলের সভাপতি মো. রায়হান কবীর, সাধারণ সম্পাদক মো. নাদিম হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মো. আমিমুল এহসান, সাধারণ সম্পাদক মো. হাসান যুবায়ের হিমেলসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জামালপুর: এদিন দুপুরে জেলা বিএনপির আয়োজনে স্থানীয় ফৌজদারি চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন ও জাতীয় নির্বাহী কমিটির জলবায়ুবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।
শরীয়তপুর: এ উপলক্ষ্যে সকালে শরীয়তপুর শিল্পকলা মাঠ সংলগ্ন একটি অডিটোরিয়ামে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন জিন্টু। বিশেষ অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কর্নেল (অব.) এসএম ফয়সাল, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক সাথী হিরু। প্রধান বক্তা ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মজিবুর রহমান।
এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা শহরের সাহিত্য পরিষদ চত্বর থেকে জেলা বিএনপি ও বিজিএমইএয়ের সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে গোটা জেলার বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এরপর সাহিত্য পরিষদ চত্বরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের সভাপতিত্বে এবং দলের সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু ও সফিকুল ইসলাম পিটুর সঞ্চালনায় এবং খালিদ হাসান মিল্টনের তত্ত্বাবধায়নে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও
বিজিএমইএয়ের সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
কুষ্টিয়া: কুষ্টিয়ায় সাড়ে ১২টায় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের সঞ্চালনায় উক্ত সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ফরিদা ইয়াসমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় বাজারে শেষ হয়।
টাঙ্গাইল: দুপুরে টাঙ্গাইল শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ।
পরে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক ঘুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
যশোর: এদিন সকালে যশোর শহরের লাল দিঘিস্থ দলীয় কার্যালয়ে সদরের ১৫টি ইউনিয়নে চারা বিতরণের আয়োজন করে জেলা ছাত্রদল। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ইউনিয়ন নেতাকর্মীদের হাতে গাছের চারা তুলে দেন।
জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুর সভাপতিত্বে বিএনপি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।