Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্তা পরিষ্কার, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন: আমীর খসরু

স্পেশাল করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৭

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনে জিততে পারবে না, তাই বলে কেউ যদি মনে করেন নির্বাচনের দরকার নেই, সেটা তাদের সমস্যা, সেটা বাংলাদেশের জনগণের সমস্যা নয়। বার্তা পরিষ্কার, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, জনগণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। সারাদেশে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে। এ জোয়ারে যারা বাধা হয়ে দাঁড়াবে, তারা ভেসে যাবে।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর আলমাস সিনেমা হলের সামনে দলের চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা কমিটি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা চাই সুষ্ঠু নির্বাচন। দেশের মানুষ যাকে ইচ্ছা নির্বাচিত করতে পারবে। নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানার ভিত্তিতে আগামীর বাংলাদেশ হবে জনপ্রতিনিধিত্বমূলক। জনপ্রতিনিধিত্বমূলক সংসদের মাধ্যমে বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়ার কথাগুলো বলতে পারবে, যা এখন কেউ বলতে পারছে না।’

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সারাবাংলা

তিনি বলেন, ‘নির্বাচন প্রক্রিয়ায়, গণতন্ত্র ফেরার পথে যদি কেউ বাধা দিতে চায়, নির্বাচনকে বাধা দেওয়া মানে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা, বাংলাদেশের মানুষের মালিকানা বন্ধ করা এবং আগামীতে মানুষের রাজনৈতিক সংবিধানিক অধিকারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। সুতরাং ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের গ্রামে-গঞ্জে যেতে হবে। তারেক রহমানের নির্দেশিত খালকাটা প্রকল্প হাতে নিতে হবে। প্রত্যেক এলাকার খালগুলো কেটে পানির নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক করতে হবে। তারেক রহমান সাহেব ৩০ কোটি গাছ লাগাবেন। সকলে মিলে আগামীর বাংলাদেশ করতে হবে। নেতা নয়, সকলের অবদান থাকতে হবে।’

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, ‘আমরা এখন নির্বাচনের সড়কে ঢুকেছি। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দেওয়ার জন্য জনগণ উন্মুখ হয়ে আছে। দেশের মানুষ ধানের শীষের অপেক্ষায় আছে। লক্ষ জনতা আজ এখানে জমায়েত হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের যে অগ্রযাত্রায় আমরা নেমেছি, সেটাকে সফল করতে। গণতন্ত্রের অগ্রযাত্রাকে কেউ যাতে বাধাগ্রস্ত করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।’

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ছবি: সারাবাংলা

কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘দেশে নির্বাচনি আমেজ সৃষ্টি হয়েছে। নির্বাচনের রায় আমাদের পক্ষে আনতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনগুলোতে চলতে হবে। কোনো শক্তি যাতে নির্বাচনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সেদিকে আমাদের সজাগ থাকতে হবে।’

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের পরিচালনায় সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল আলম বক্তব্য দেন।

সমাবেশ শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি শোভাযাত্রা নগরীর বিভিন্ন এলাকা ঘুরে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

সারাবাংলা/আরডি/এইচআই

আমীর খসরু বিএনপি বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর