Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ গার্মেন্টস মালিকের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলে চিঠি

স্পেশাল করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩১ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪৭

– ছবি : সংগৃহীত

ঢাকা: টিএনজেড গ্রুপ ও রোর ফ্যাশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং ডার্ড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন আদালতে দায়ের করা মামলার ওপর ভিত্তি করে সরকার এ উদ্যোগ নিয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন শামীম, ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলাহ ও ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ এবং রোর ফ্যাশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম-এর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির চিঠি ইন্টারপোল সদর দফতরে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয় জানায়, পুলিশ সদর দফতরের অতিরিক্ত ইনস্পেক্টর জেনারেল (এনসিবি) এর সই করা অনুরোধপত্র ইন্টারপোল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়, মালিকপক্ষের গাফিলতি এবং দীর্ঘদিন বিদেশে অবস্থানকারী অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনতে সরকার এ উদ্যোগ নিয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর